প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া
বিভাগীয় প্রধান কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ডেফোডিল ইউনিভারসিটি
উদ্যোক্তা এই শব্দটির অর্থ বুঝলে আমরা মানে কি তা জানব। উদ্যোগ নিয়ে সফল হওয়ার নামই উদ্যোক্তা। এর জন্য যে ব্যবসা করতে হবে তা না। চাকরিজীবী হয়েও যে কেউ উদ্যোক্তা হতে পারবে না তা নয় বরং একজন চাকুরি জীবিও তার কাজ সঠিক ভাব সম্পন্য করে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।প্রতিটি প্রতিষ্ঠানেই মালিক সঠিক এবং দক্ষ কর্মী খুজ করে।অনেক প্রতিষ্ঠানেই বেতনের পাশাপাশি তার কাজের পারফরমেন্সের উপর ইনসেনটিভ দেয় তরুনরা যদি উদ্যোগী হয় এটিই হতে পারে তার ব্যবসায়ের প্রথম ধাপ। কেও যখন নতুন ব্যবসা শুরু করে সেটার নাম ও উদ্যোক্তা। আর চাকরির পাশাপাশি কিছু করার চেষ্ঠা করা সেটাও উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের বড় কিছু পড়াশুনার দরকার পড়ে না। পড়ে শুধু নিজের বুদ্ধি সেটা । আপনি কি বিষয়ে লেখাপোড়া করেছেন সেটা জরুরি না,আপনি কি ব্যবসা করেছেন সেটাই জরুরি। আর ব্যবসায় সফল হওয়ার পিছনে মূল কারন হবে নিজেদের দায়িত্ব ভালো মত বুঝে পাওয়া। এবং সঠিক ভাবে তা পালন করা। আর উদ্যোক্তা হওয়ার পিছনে বাংলাদেশে সবার মাঝে মাথায় আসে টাকা কই পাবো? আসলে টাকা বড় বিষয় নয়, বিষয় হলো বুদ্ধি দিয়ে এগিয়ে চলা। নিজের কাছে টাকা না থাকলেও ব্যাংক এর মাধ্যমে ধার নেওয়া যায়। ব্যাংকও যদি ধারনা দেয় তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা আপনাকে ধার দিবে। এগুলো আগে ছিলো না এখন তৈরি হয়েছে। যত বড় ব্যবসায়ী আছে তারা খুব কমই বাবার টাকায় ব্যবসা করে। ব্যবসা করার ক্ষেত্রে ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে।