শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শিশু পুরস্কার পেলো
নৃত্যাঞ্জলি একাডেমি নওগাঁ’র ৪ ছাত্রী।
গত ২৬ নভেম্বর বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ (বাফেসাপ) আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা “নাচে-গানে পরিচয়” অনুষ্ঠানে ঢাকা কচিকাঁচা আসরে অংশ গ্রহন করে নৃত্যাঞ্জলি একাডেমি নওগাঁ’র ৪ জন ছাত্রী জাতীয় পুরস্কার অর্জন করেন। এসময় বিজয়ী ৪ জন ছাত্রীকে পুরস্কার এর পাশাপাশি সনদপত্র দেওয়া হয়।
নৃত্যাঞ্জলি একাডেমি নওগাঁ’র পরিচালক মোঃ শহিদুল ইসলাম সেলিম জানান, “বাপেসাপ” জাতীয় পুরস্কার “নাচে-গানে পরিচয়” ২০২২ অনুষ্ঠানে নৃত্যাঞ্জলি একাডেমি নওগাঁ’র ৪ জন ছাত্রী অংশ গ্রহন করে জাতীয় পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপ্ত ছাত্রীরা হলেন,
সস্তিকা দও রিমঝিম, রিদিলা রহমান ইপসি, শ্রাবন্তী সাহা ও তাবাসসুম আকতার শশী।
৪ জন ছাত্রী জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ায় নৃত্যাঞ্জলি একাডেমির পরিচালক আরো বলেন, শুদ্ধ নৃত্য চর্চা দিয়ে এভাবেই আগামীতেও সামনে এগিয়ে যেতে চাই ছাত্রী সহ আমারা সকলে।