ঢাকারবিবার , ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

মানুষ ইউক্রেন ছেড়েছে ২০ লাখের বেশি: জাতিসংঘ

Ashraful Karim
মার্চ ১৫, ২০২২ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক প্রতিবেদক
রাশিয়ার ইউক্রেন হামলার পর গত ১২ দিনে দেশটির ২০ লাখেরও বেশি মানুষ প্রাণভয়ে দেশ ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে বলেও জানায় সংস্থাটি। এনডিটিভি জানায়, গত সোমবার শরণার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৪ হাজার ৪০৩ জন, কিন্তু বর্তমানে এ সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখেরও বেশি।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) এর তথ্যমতে, যতই রাশিয়ার ইউক্রেনে হামলার সময় দীর্ঘ হচ্ছে ততই শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, পালিয়ে যাওয়া শরণার্থীদের একটি বড় অংশই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলদোবা এবং রোমানিয়ায়। আর খুব কম সংখ্যক নাগরিক আশ্রয় নিয়েছেন রাশিয়া ও বেলারুশে।
সংস্থাটির মতে প্রতি দশ জন শরণার্থীর মধ্যে ছয়জনই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। পোল্যান্ড সরকারের পক্ষ থেকেও শরণার্থীদের আশ্রয়ের জন্য করা হয়েছে অস্থায়ী শিবির।
ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী প্রথম সপ্তাহেই ১০ লাখের মতো শরণার্থী ইউক্রেন ছেড়েছেন। শরণার্থীদের অর্ধেকের বেশি নাগরিকই অপ্রাপ্ত বয়স্ক। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: