আন্তর্জাতিক প্রতিবেদক
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। দুই সপ্তাহের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে রুশ সেনারা। বিভিন্ন শহরে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এমন পরিস্থিতিতে নিন্দা জানিয়ে নিজের ফেসবুকে একটি খোলা চিঠি দিয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। সেটিতে রাশিয়ান আগ্রাসনকে ভয়াবহ বাস্তবতা বলে উল্লেখ করেছেন তিনি।
ওই চিঠিতে ওলেনা জেলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ান আগ্রাসন যে ঘটবে তা বিশ্বাস করা অসম্ভব ছিল। এখন এটি লাখ লাখ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য এক ভয়াবহ বাস্তবতা তৈরি করেছে।’
ইউক্রেনের ফার্স্ট লেডির ভাষ্য, ‘আগ্রাসী পুতিন ভেবেছিলেন, ইউক্রেনের ওপর অভিযান চালাবেন তিনি। কিন্তু তিনি আমাদের দেশ, জনগণ এবং তাদের দেশপ্রেমকে বুঝতে ভুল করেছেন। যদিও ক্রেমলিনের প্রচারকারীরা বড়াই করে যে, ইউক্রেনীয়রা তাদের রক্ষাকর্তা হিসেবে মেনে নিয়ে ফুল দিয়ে স্বাগত জানাবে। কিন্তু তাদের এখন এড়িয়ে যাওয়া হয়েছে।’
নিজের ওই চিঠিতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন এবং ত্রাণ সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক মিডিয়া এবং বাকি বিশ্বকে ইউক্রেনে যা ঘটছে তা দেখানো চালিয়ে যেতে এবং সত্য দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন।
ওলেনা জেলেনস্কি বলেন, ‘পারমাণবিক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে পুতিন। আমরা যদি তাকে থামাতে না পারি, তাহলে পৃথিবীতে আমাদের কারও জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।’