আন্তর্জাতিক প্রতিবেদক
মালয়েশিয়া মহামারি করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ট্যুরিস্ট ভিসা দুই বছর পর পুরোদমে চালু করছে ।দেশটির সীমানা সম্পূর্ণ খুলে দেয়া হবে আগামী ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ।দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়া থেকে ফেরত আসা কর্মী, যারা টিকার ডোজ পূর্ণ করেছেন, তারা খুব সহজেই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনো কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই। তবে তাদের অবশ্যই যাত্রার দুদিন আগে একটি আরটি-পিসিআর পরীক্ষা এবং পৌঁছানোর পরে একটি দ্রুত পরীক্ষা (আরটিকে) করতে হবে।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ দুই ডোজ টিকা পেয়েছেন। এছাড়া বুস্টার ডোজ পেয়েছেন অর্ধেকের বেশি ।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাস থেকে পর্যটনসহ সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে মালয়েশিয়া। মহামারির কারণে প্রবেশ বন্ধ করে দেয়া হয় বিদেশিকর্মী ও পর্যটকদের।