আগামী ১৩, ১৪ ও ১৫ই জুন ২০২৩ এ ০৩ দিন ব্যাপী চলবে নক্ষত্র নারী আয়োজিত ঝঁসসবৎ ঋবংঃ’. এই নারী উদ্যাক্তা মেলায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে উদ্দ্যোক্তা নিউজপেপার।
তিনদিন ব্যাপি নারী উদ্যোক্তাদের নিয়ে তাদের পণ্য প্রদর্শনী ও মেলার মাধ্যমে এই আয়োজন করা হবে। ধানমন্ডি কনভেনশন হলে।
মেলার আকর্ষন: মেলায় যারা কেনাকাটা করবেন তাদেরকে কুপনের মাধ্যমে অসংখ্য পুরস্কার দেয়া হবে। ৩ দিনব্যাপি এই মেলায় থাকবে ফ্রি মেহেদী ও চুড়ি উৎসব।স্টল বুকিং চলছে –
মেলাতে যে যেই পণ্য নিয়েই কাজ করেন, সেই পণ্যেরই স্টল দিতে পারবেন” মেলায় নারী ও পুরুষ সকল উদ্দ্যোক্তা স্টল বুকিং দিতে পারবেন। মেলায় যে সকল সুযোগ সুবিধা থাকবে – মেলায় যারা স্টল বুকিং দিবেন তাদের সবার পেইজ কে আমাদের পেইজের মাধ্যমে প্রোমট করা হবে। মেলায় অংশগ্রহণকারী সকল উদ্দ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করা হবে। স্বনামধন্য ২ জন ব্লগার থাকবেন মেলায় যারা সকল স্টলহোল্ডারদের স্টল থেকে লাইভ করবেন।
স্টল বুকিং দিতে ও যোগাযোগ করতে-
০১৩১০৫৪৪১৩৮ / ০১৫৫১৬১২৮০৬
আয়োজক: নক্ষত্র নারী সংগঠন