এই দাবদাহে আমরা সবাই আমাদের শরীর এবং মনের প্রশান্তি নিশ্চিত করি সর্বাগ্রে, তাহলে পোশাকের ক্ষেত্রে কেন নয় ?
এই চিন্তা থেকেই One Store Jar তার নিজস্বতায় কিছু শাড়ি ডিজাইন করেছে। প্রত্যেকটি ডিজাইনই নয়নাভিরাম। সর্বপ্রথম যেটা নজর কাড়ে , সেটি হচ্ছে শাড়ির রং বাছাই । নয়ন সুখ শব্দটা যেন শাড়িগুলোরই প্রতিচ্ছবি। এরপরে আসি কম্ফোর্টে, নিয়মিত পরার জন্য আমরা যারা একটু হালকা কিন্তু ফ্যাশনেবল, যা সব পরিবেশে মানিয়ে যায় এই শাড়ি গুলো স্বচ্ছন্দে বেছে নিতে পারি। যেমন স্নিগ্ধ রং , তেমন হালকা। অফিস থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে খুব সহজে পড়ে ফেলা যাবে। ফেব্রিক্স সেমি মাসলিন, রোজকার ধোবার মত।
আপনার সব পছন্দ যদি একই বাক্সে পেয়ে যান তবে শাড়ি কেন নয় । ঙহব ঝঃড়ৎব ঔধৎ থাকুক পছন্দের শীর্ষে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।