ঢাকাশনিবার , ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ফুলজান আশ্রয়ের ঘর পাওয়ার আশায়  ঘুরছে

Ashraful Karim
মে ৬, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।

পাইকগাছায় ফুলজান বিবি (৪০) তিন সন্তান নিয়ে আশ্রয়ে ঘরের জন্য ঘুরছে জনপ্রতিনিধি ও প্রসাশনের দুয়ারে। উপজেলার গদাইপুর ইউনিয়ানের হিতামপুর আশ্রায়ণে সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করেও ঘর পাইনি।ঘর প্রাপ্তির আসায় তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের স্বদইচ্ছার অপেক্ষায়।

ফুলজানের নিজের কোন জমি নাই, বড় ভাইয়ের জমিতে অস্থাইভাবে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করেন ফুলজান বিবি।বড় ছেলে ইবাদুল গাজীর বিয়ে দিয়েছে। টিনের বেড়া পলিথিন ও গোলপাতার ছাইনি ঘর ও তার সামনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে ফুলজান,বড় ছেলে-বৌ ও দুই ছেলে নিয়ে কোন রকমে মাথাগুজে মানবেতর জীবন যাপন করছে।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ান  গদাইপুর গ্রামের মৃত ফজর আলীর মেয়ে ফুলজান বিবি।তারা ৭ ভাই বোন,তিন বোন ও চার ভাই। তার পিতা ভূমিহিন অবন্থায় মারা যায়।উপজেলার কমলাপুর গ্রামের লিয়াকত গাজীর সাথে ফুলজানের বিয়ে হয় ও তার তিন ছেলে ইবাদুল, মিণ্টু ও মিলন গাজী।স্বামীর র্নিযাতন সহ্য করতে না পারায় প্রায় ১৫ বছর আগে ভাইয়েরা থেকে ফুলজানকে তালাক করায়। সেই থেকে ফুলজান তিন সন্তান নিয়ে বড় ভাই সামাদ গাজীর জমিতে ঝুপড়ি ঘর বেধে বসবাস করছে। ক্রয়সুত্রে সামাদ দুই শতক জমির মালিক।সল্প জায়গায় দুটি পরিবারের বসবাস করার পরিবেশ না থাকায় বড় ভাই সামাদ কপিলমনি এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালিয়ে জীবন জিবিকা নির্বাহ করে।

ফুলজান বিবি জানান, জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাসের অসুবিধার কারণে বছরের ছয় মাস ইট ভাটায় কাজ করতে যায় নড়াইল এলাকায়।আর বাকি ছয় মাস এলাকায় জনখেটে সংসার চালায়। হিতামপুর আশ্রায়ণে সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করেছে।ঘর বরাদ্দের জন্য লটারি হয় তাতে সে ঘর পাইনি।পরবর্তিতে ঘর পাওয়ার আশায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিচ্ছে।

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের পরিবারকে জমিসহ সেমিপাকা একক ঘর প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দৃঢ় প্রত্যয়ের প্রমাণ রেখেছেন। সরকারের অন্যতম প্রশংসিত একটি প্রকল্প হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন। কয়েক লাখ পরিবার এর মধ্যে এ প্রকল্পের সুবিধাভোগী হয়েছে। আরও বিপুলসংখ্যক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করতে  সরকার কাজ করছে। সেই লক্ষ্যে নানা জায়গায় চলমান রয়েছে আশ্রয়ণ প্রকল্পের কাজ। হিতামপুর আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন ফুলজান বিবি যাতে একটি ঘর পায় তার জন্য প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেফুলজান ও সচেতন এলাকাবাসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: