ঢাকাশুক্রবার , ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

‘ফুরিয়ে’ যাননি পরী

Ashraful Karim
মে ৬, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!


বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমণি। সিনেমার বাইরেও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন তিনি। মাদক মামলা কিংবা দাম্পত্যকলহ নিয়েও কম ঝক্কি পোহাতে হয়নি তাকে। তবে, ব্যক্তিজীবনের টানাপোড়েনের মধ্যেও বরাবরই পেশাদারীত্বের প্রতি শ্রদ্ধাশীল দেখা গেছে পরীকে। পাশাপাশি রযেছে শিশুসুলভ প্রাণচাঞ্চেল্যে কট্টর সমালোচককেও বশ করে ফেলার ঐশ্বরিক এক ক্ষমতা!
মাতৃত্বকালীন ছুটিতে থাকায় অনেকদিন ধরে নতুন কোনো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। এর মধ্যেই “অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন” ও “মা” সিনেমা দুটির প্রচারণাতে প্রাণবন্ত ছিলেন পরীমণি। কিন্তু তারপরও ভক্তদের কারো কারো মনে সংশয় দেখা দেয়, রাজ্যের মা কি আবার আগের মতো উড়তে পারবেন? তবে, সব সংশয় তুড়িতে উড়িয়ে নতুন দ্যুতি ছড়ালেন পরী। সেই দ্যুতিতে চমকিত টালিপাড়া।
সম্প্রতি কলকাতায় সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি! খবরটা আসলেই চমক জাগানিয়া। পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে ভারতীয় বাংলা শীর্ষ সংবাদমাধ্যম আনন্দবাজার। সংবাদমাধ্যমটি প্রতিবছর দুই বাংলার শোবিজ তারকাদের মধ্যে সেরা তারকা নির্বাচিত করে তাদের পুরস্কৃত করে। এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তবে, কলকাতার কোনো সিনেমায় অভিনয় না করেও শুধু ঢাকায় সিনেমার দাপটে এমন খেতাব জেতায় নিঃসন্দহে নতুন ডানা যুক্ত হলো পরীর।
শুধু অ্যাওয়ার্ড জেতা নয়, পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোরও বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই বাংলার পরী। আর সবচেয়ে বেশি নজর কেড়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমণি সম্পর্কিত তথ্যচিত্রে তার মোহময়ী উপস্থিতি। এ যেন এক অন্য পরী! সেখানে পরীমণিকে এতোটাই স্নিগ্ধ দেখা গেছে যে, পশ্চিমবঙ্গের যেকোনো গুণি নির্মাতার চোখ তাতে আটকে যাবে সেটা অনেকটাই নিশ্চিত করেই বাজি ধরা যায়। পাশাপাশি পরীমণির প্রতি কলকাতার মানুষের আগ্রহও ইঙ্গিত দেয়, শিগগিরই সেখানকার সিনেমাতে দেখা যেতেও পারে পরীমণিকে।
আর কলকাতার সিনেমার বাজারে বাংলাদেশের অভিনেত্রীদের একটি পরম্পরা তো তৈরি হয়েই আছে। পূর্বসুরী জয়া আহসানের পথ ধরে পরীমণি কলকাতার পথে কতোটা এগোতো পারে, এখন সেটাই দেখার অপেক্ষা পরীভক্তদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: