ঢাকাশুক্রবার , ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বিভাগ হকিতে ঊষার দশে দশ

Ashraful Karim
এপ্রিল ১৯, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!


খেলাধুলা ডেস্ক
এক ম্যাচ হাতে রেখেই প্রথম বিভাগ হকি লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ফিরে আসা নিশ্চিত করেছিল ঊষা ক্রীড়া চক্র। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির শেষ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার।
সেই ম্যাচেও তারা উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে হাবিব হোসেনের ডাবল হ্যাটট্রিকে ঊষা ১১-১ গোলে ম্যাচ জিতে লিগ শেষ করেছে।
এ নিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে টানা দশ ম্যাচের সবগুলোই জিতলো চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। শেষ ম্যাচে ১১-১ ব্যবধানের জয়ে ডাবল হ্যাটট্রিক করেছেন হাবিব হোসেন। ডাবল হ্যাটট্রিকের মধ্য দিয়ে লিগে সর্বাধিক গোল করার কীর্তিও গড়লেন রাজশাহীর এই খেলোয়াড়। এবারের লিগে ১০ ম্যাচের ১০টি মাঠে নেমে ১৯টি গোল করেছেন তিনি।
শেষ ম্যাচে ঊষার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ওয়ান্ডারার্স। তৃতীয় মিনিটে হোজাইফার গোলে এগিয়ে যায় ঊষা।
এরপরই মওলানা ভাসানী স্টেডিয়ামে স্টিকের যাদু শুরু হয় হাবিবের। ৫, ৭ ও ১৪ মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন হাবিব। ২২ মিনিটে মারজান করেন দলের পঞ্চম গোল। ৩১ মিনিটে নিজের চতুর্থ গোল করেন হাবিব। ৫৪ ও ৫৯ মিনিটে আরও দুই গোল করে নিজের ডাবল হ্যাটট্রিকপূর্ণ করেন তিনি। ইজাজ, সাজ্জাদ ও হাসান রিজভী অন্য গোলগুলো করেছেন। ওয়ান্ডারার্সের একমাত্র গোলটি করেছেন সৈয়দ ইকবাল নাদির প্রিন্স।
১০ খেলার সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগ শেষ করলো প্রিমিয়ারে ফিরে আসা ঊষা। অন্যদিকে ১০ খেলায় ১ জয়, ২ ড্র এবং ৭ হারে ওয়ান্ডারার্সের সংগ্রহ ৫ পয়েন্ট। ৯ নম্বরে থেকে এবারের মতো লিগ শেষ করলো তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: