ঢাকাশুক্রবার , ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

বিসিবির পুরস্কার পেলো বাংলাদেশ নারী ফুটবল দল

Ashraful Karim
এপ্রিল ১৯, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!


খেলাধুলা ডেস্ক
গত বছরের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। বাঘিনীদের এ ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ছয় মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কাছে বিসিবির সেই আর্থিক পুরস্কার পৌঁছায়নি। অবশেষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তৃতীয় দিনের খেলা শেষে সাবিনাদের হাতে ৫১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী গত অক্টোবরেই নারী ফুটবল দলের প্রত্যেকের নামে আলাদা চেক ইস্যু করা ছিল। কিন্তু যথাসময়ে চেক না নেওয়ার কারণে বিসিবিকে নতুন করে চেক ইস্যু করতে হয়েছে। শেষ পর্যন্ত দলের ৩২ সদস্যের আর্থিক পুরস্কারের স্বীকৃতি হিসেবে চেক তুলে দেওয়া হয়। চেক বুঝে নিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও রুপনা চাকমা। দিনের খেলা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিসিবির বোর্ড রুমে ফুটবলার ও কোচের

হাতে চেক তুলে দেন। ফাইনালে সেরা একাদশের প্রত্যেকে খেলোয়াড়ের জন্য দুই লাখ টাকার চেক ছাড়াও স্কোয়াডের বাকি প্রথম ছয়জনকে দেড় লাখ এবং বাকি ছয়জনকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া, অফিসিয়াল ও কোচদেরও দেওয়া হয়েছে এক লাখ টাকার চেক। বাড়তি হিসেবে তিন ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও রুপনা চাকমাকে দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে। চেক হস্তান্তরের পর জালাল ইউনুস গণমাধ্যমকর্মীদের বলেন, “গত অক্টোবরে চেক ইস্যু করা হয়েছিল। ছয় মাস পার হয়ে গেছে। আমরা নতুন করে আবার চেক ইস্যু করে তাদের হাতে তুলে দিলাম। যোগাযোগের ঘাটতিকেই দেরির কারণ হিসেবে উল্লেখ করে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, তাদের (বাফুফে) সঙ্গে একটা যোগাযোগের ঘাটতি ছিল। আমরা এটা গত বছর দিতে চেয়েছিলাম। তারা ব্যস্ত ছিলেন। আমরাও কয়েকবার যোগাযোগ করেছিলাম। কেউ সময় করতে পারেননি বলে আমরাও চেক তুলে দিতে পারিনি। দেরিতে হলেও ঈদের আগে নারী ফুটবলারদের হাতে চেক দিতে পারায় উচ্ছ্বসিত বিসিবির এ পরিচালক বলেন, তাদের সম্মানিত কোচ এখানে এসেছেন, খেলোয়াড়রা এসেছেন, সাবিনা এসেছেন, বাকি ফুটবলাররাও আসছেন। তাদের কাছে চেক হস্তান্তর করে আমরা আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: