ঢাকাশনিবার , ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

পাঞ্জাবে সকাল সাড়ে ৭টা থেকে অফিস: উদ্দেশ্য বিদ্যুৎ বাঁচানো

Ashraful Karim
এপ্রিল ১৯, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!


আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পাঞ্জাব রাজ্যের সরকারি কার্যালয়গুলোতে সকাল সাড়ে ৭টা থেকে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয় করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এ ধরনের পদক্ষেপ ভারতে প্রথম। এতে এই গ্রীষ্মে অন্তত ৩০০ মেগাওয়াট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। শনিবার মুখ্যমন্ত্রী ভগবত মান এক ভিডিও বার্তায় বলেছেন, আগামী ২ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি কার্যালয়গুলোর কার্যক্রম চলবে।
পাঞ্জাব বিদ্যুৎ বোর্ডের বরাত দিয়ে ভগবত মান জানিয়েছেন, এই উদ্যোগের ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। এ ছাড়া নতুন সময়সূচির কারণে সরকারি কার্যালয়ের কর্মীদেরও অনেক সময় সাশ্রয় হবে। এতে তাঁরা পরিবার ও সন্তানদের বেশি সময় দিতে পারবেন। অফিসের পরে সামাজিক অনুষ্ঠানগুলোতেও যোগ দিতে পারবেন তাঁরা।
ভগবত মান আরও বলেছেন, পৃথিবীর অনেক দেশ সূর্যের আলোকে আরও বেশি ব্যবহার করার উদ্দেশ্যে প্রতি ছয় মাস পর পর অফিসের সময়সূচি পরিবর্তন করে থাকে। এতে তাদের বিদ্যুৎ সাশ্রয় হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: