ঢাকাশুক্রবার , ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সহযোগিতা দিতে চায় ফিনল্যান্ড

Ashraful Karim
এপ্রিল ৯, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ফিনল্যান্ড বাংলাদেশে ডিজিটাল সংযুক্তি, ৫জি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউককু রুনদি টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ হয়।
বৈঠকে উভয় পক্ষ ডিজিটাল সংযুক্তি, ৫জি এবং ডিজিটাল নিরাপত্তা ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বাংলাদেশ ও ফিনল্যান্ড-এর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ফিনল্যান্ড বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আগামী দিনের বর্ধিত চাহিদা মেটাতে তৃতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার কাজ চলছে। দেশের শতকরা ৯৮ ভাগ এলাকা ৪জি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে।
বৈঠকে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল সংযুক্তিসহ ডিজিটাল অবকাঠামো খাতে অর্জিত সফলতার প্রশংসা করেন। বাংলাদেশের ডিজিটাল কর্মসূচি বিশ্বব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: