আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে প্রায় ২১৪ কোটি ডলার মূল্যের অস্ত্র সহযোগিতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ মন্ত্রীরা এই সহযোগিতা প্রস্তাবে অনুমোদন দিতে পারেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
কিয়েভ অভিযোগ করছে, রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে তাদের গোলাবারুদ ঘাটতি রয়েছে। ইইউ”র এর কাছে প্রতি মাসে সাড়ে তিন লাখ গোলাবারুদ চেয়েছে ইউক্রেন।
ইইউ”র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে বসছেন। বৈঠকে ইউক্রেনকে ১০ লাখ গোলাবারুদ দেওয়ার পকিলল্পনায় সম্মত হতে পারেন তারা। আগামী এক বছরের
মধ্যে এই গোলা সরবরাহ করা হবে। ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল বলেন, “এই বিষয়ে সমঝোতা প্রয়োজন। না হলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে জটিলতায় পড়তে হবে।” তিনি বলেন, “দ্রুততার সঙ্গে ইউক্রেনকে আরও সহযোগিতা করতে হবে, এক্ষুণি।”
প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, প্রথম ধাপে ১ বিলিয়ন ইউরো ইইউ দেশগুলোর মজুত বাড়ানোর জন্য। যাতে করে প্রয়োজনে দ্রুত ইউক্রেনে গোলাবারুদ পাঠানো যায়।
দ্বিতীয়বারে আরও ১ বিলিয়ন ইউরো দিয়ে ইউক্রেনের জন্য ১৫৫ মিলিমিটার গোলা কেনা হবে। এতে ইইউ”র প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন বাড়বে।