খেলাধুলা ডেস্ক
২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে চায় না যুক্তরাজ্য২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে চায় না যুক্তরাজ্য। ছবি: সংগৃহীত
ইউক্রেনে হামলার পর ফিফা, উয়েফা থেকে নিষেধাজ্ঞা পেয়েছিল রাশিয়া। এবার অলিম্পিকেও তেমন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্যারিস অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করতে সমর্থন দিয়েছে যুক্তরাজ্যসহ ৩০ দেশ।
শুধু রাশিয়াই নয়, বেলারুশেরও খেলোয়াড়দের নিষিদ্ধের পক্ষে যুক্তরাজ্যসহ ৩০ দেশ। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রুশ ও বেলারুশ খেলোয়াড়দের নিরপেক্ষ হিসেবে খেলানোর বিকল্প পথ খুঁজে দিচ্ছে। যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব লুসি ফ্রেজার এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। ফ্রেজার বলেন, ‘রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়েরা অ্যাথলেটিক্সে ফিরতে পারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এমন পরিকল্পনা নিয়ে আজ আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। প্যারিসে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের অনুমতি দিলে তা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমরা আইওসিকে তার অবস্থান পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি।’
২০২১ সালে সর্বশেষ অলিম্পিক হয়েছিল টোকিওতে। পরবর্তী অলিম্পিক হবে টোকিওতে ২০২৪ সালে। ২০২৪ এর ২৬ জুলাই শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট।