রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ এক কথায় বলবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমন্বয় হীনতার অভাব তার একমাত্র সমাধানের উপায় তত্ত্বাবধায়ক সরকার। যার মধ্য দিয়ে সংকট কাটিয়ে উঠা।দেশে একটি স্থায়ীভাবে অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য সকলের অংশীদারিত্বে নির্বাচন করার ব্যবস্থা।
তাদের মধ্যে এখন একদলীয় শাসন ব্যবস্থা বিষয় কাজ করছে। এ ৭৫ সালের তারা বাকশাল করেছিলেন আবারো তারা ভিন্ন চেহারায় ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন ব্যবস্থা চালু রাখতে চায়।
তিনি আরো বলেন,সরকারের ইন্ধনে আন্দোলনকে দমাতেই সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। পঞ্চগড়ের ঘটনায় এ সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত।গণতান্ত্রিক আন্দোলন, ভোটের অধিকার ও নিরপেক্ষ সরকারের দাবি এবং সরকারের পদত্যাগের দাবি করায় তারা অপপ্রচার চালাচ্ছে।
তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাবলেন।
এ সময় জেলা শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।