নিউজ ডেস্ক
সিলেটের নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান ও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় শেষ হলো দিনব্যাপী ‘প্রতীতি’র পণ্য প্রদর্শনী। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রদর্শনী শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়।
যেখানে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ২৮ টি স্টল অংশ নেয়। পণ্য প্রদর্শনের পাশাপাশি নানা ধরণের নিরাপদ খাবারের পসরা সাজিয়ে বসেন নারী উদ্যোক্তারা।
প্রদর্শনী নিয়ে প্রতীতির এডমিন ড. তানজিনা চৌধুরী জানান, মিডল ক্লাস নারীদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রতীতি’। যার স্লোগান ‘সৃষ্টিতে উল্লাসে অনুভবে নারী’। সেখানে সব বয়সী নারীরা আসবে, অন্যকে ছোট বা অপমান না করে মন খুলে তাদের কথা বলবে, সবকিছু শেয়ার করবে। এমনকি প্রডাক্ট বাই-সেল সবই করতে পারবে। তাদের নিয়েই এই আয়োজন।
প্রতীতির সদস্যরা প্রদর্শনীকে বড় করতে চাইলে আগামীতে এই আয়োজন আরও বড় করে করবেন বলে জানান তিনি।