ঢাকারবিবার , ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ 

anin
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাণীনগরে ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ 

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  : নওগাঁর রাণীনগরে হেলাল হোসেন (৪২) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সন্ধ‍্যায় উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কে পারইল ব্রীজের নিকট এঘটনা ঘটে। এঘটনায় বুধবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী হেলাল হোসেন উপজেলার পারইল গ্রামের লেকেন্দার আলীর ছেলে এবং সে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

ভুক্তভোগী হেলাল হোসেন বলেন,নাটোরের সিংড়ার কালীগঞ্জ এলাকায় ১৪০ বস্তা আতব ধান ক্রয় করেছেন। মঙ্গলবার সন্ধ‍্যায় ওই ধান নিতে আট লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে যাবার সময় পারইল ব্রীজের নিকট পৌছলে ৭/৮জন পথরোধ করে মারপিট করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ভাংচুর করে । পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় ব্যবসায়ী হেলাল উদ্দীন বাদী হয়ে বুধবার বিকেল ৩টা নাগাদ চার জনের নাম উল্লেখসহ আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: