ঢাকারবিবার , ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এসএমই
  6. কর্পোরেট
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. নারী
  14. পরিবেশ
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সাতকানিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার শিকার স্কুলছাত্র

anin
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদের জের ধরে ইভটিজার গ্যাংয়ের হামলার শিকার হলেন দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র রিয়াদ হোসেন ফাহিম (১৬)। সোমবার (২০ ফ্রেবুয়ারী) দুপুরে উপজেলার কেরানী হাটস্থ আশশেফা স্কুল এন্ড কলেজ এর সামনে তাকে পিটিয়ে রক্তাক্ত করে বখাটেরা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত স্কুল ছাত্রের পিতা মোহাম্মদ ইয়াসিন আরফাত বাবুল বাদী হয়ে সন্ধ্যায় সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বারি ঘাটার বাসিন্দা আব্দুল আলমের ছেলে আরিফুল ইসলাম তুষার (২০), একই এলাকার মোহাম্মদ তুহিনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে একই স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তুষার। বিষয়টি কেওচিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য তুষারের ফুপি রুকেয়া বেগমকে অবহিত করেন স্কুলের শিক্ষক ইসমাইল মো. রাশেদ।

বখাটের বিরুদ্ধে পারিবারিকভাবে কোন ব্যবস্থা নেয়নি। একই ঘটনার জের ধরে আজ সোমবার দুপুর দেড়টার সময় ফাহিমের উপর হামলা চালায়। ফাহিম স্কুল থেকে মডেল টেস্ট পরীক্ষা শেষে বের হলে স্কুল গেইটের আশপাশ এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা বখাটেরা ফাহিমের গতিরোধ করে তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ফাহিম।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত উদ্যোক্তাকে বলেন, এক স্কুল শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। ঘটনার ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: