নওগাঁয় ডিবি পরিচয়ে চাঁদাবাজীর সময় পুলিশ সদস্য সহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ
নওগাঁয় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করার সময় একজন পুলিশ সদস্য সহ দু’জন কে আটক করেছে থানা পুলিশ। এসময় একজন পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়ের করার পর শনিবার ১৮ ফেব্রয়ারি আটককৃত দু’জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ।
আটককৃত দু’জন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বামনসাতা গ্রামের মনজের আলীর ছেলে আনসার সদস্য কামরুজামান (৪০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে পুলিশ এর এটি,এস,আই মনির উদ্দীন (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউপির কুশারমুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে হাজমত আলীর বাড়ীতে ৩ জন লোক যায়। সেখানে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে বাড়ীর আসবাব-পত্র ওলটপালট করেন এবং হাজমত আলী মাদক ব্যবসা করে বলে গ্রেফতারের ভঁয় দেখিয়ে টাকার দাবী করেন ৩ জন। এসময় হাজমতের মা হাজেরা বেগম চিৎকার দিলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এলে ৩ জনের মধ্যে ১ জন পালিয়ে যান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ দুই জনকে আটক করেন।
এব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, আটককৃতদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল ( নওগাঁ-ল ১২-৮৬৪৯) নম্বর, নগদ ৫ হাজার টাকা, এক সেট হ্যান্ডকাপ ও পুলিশের ব্যাবহৃত ওয়ারলেস উদ্ধার সহ আটক করা হয়। এব্যাপারে ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ২ জনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।